প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান

Show Important Question


1) মানবদেহের সবচেয়ে ছোটো পেশি কোনটি?
A) হৃদপেশি
B) সিলিয়ারি
C) ম্যাসেটর
D) ভেলটয়েড

2) সরেখ অনৈচ্ছিক পেশী কোনটি?
A) অস্থিপেশী
B) হৃদপেশী
C) আন্তরযন্ত্রীয় পেশী
D) মসৃণ পেশী

3) শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলি হল:
A) ঐচ্ছিক পেশী
B) অনৈচ্ছিক পেশী
C) হৃদপেশী
D) কঙ্কালপেশী

4) মাস্ট কোশ যে কলাতে পাওয়া যায় তার নাম কী ?
A) স্নায়ু কলা
B) আবরণী কলা
C) যোগ কলা
D) অস্থি কলা

5) পেশীগুলি হাড়ের সঙ্গে নিম্নের কিসের সাহায্যে যুক্ত থাকে--
A) টেনডন
B) লিগামেন্ট
C) শিরা
D) রক্তজালক

6) রক্তবিহীন কোমল ভারবাহী কলা হল
A) রক্ত
B) পেশি
C) তরুনাস্থি
D) অস্থি

7) নিম্নের কোন টাতে প্রচুর পরিমাণে শ্বেত তন্তু(হোয়াইট ফাইবার) থাকে?
A) অস্থিসন্ধি বন্ধনী
B) কন্ডরা(টেন্ডন)
C) তরুণাস্থি
D) অস্থি

8) মানব শরীরে বৃহত্তম পেশী কোনটি--
A) সারটোরিয়াস
B) গ্লুটিয়াস ম্যাক্সিমাস
C) স্টেপিস
D) কোনোটিই নয়

9) কোন পেশি কখনোই বিশ্রাম নেয় না?
A) অনৈচ্ছিক
B) ঐচ্ছিক
C) হৃৎপেশি
D) কনোটিই নয়

10) মানবদেহের বৃহৎ পেশিটি রয়েছে -
A) হাতে
B) কোমরে
C) ঘাড়ে
D) পা-এ

11) হৃদপেশী ক্লান্ত ( fatigue) হয় না কারণ
A) কোষসমূহ ইন্টারক্যালটেড চাকতি দ্বারা যুক্ত
B) বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি
C) অধিক পরিমাণ অ্যাকটিনের উপস্থিতি
D) অধিক পরিমাণে মায়োসিনের উপস্থিতি

12) রক্তবিহীন কোমল ভারবাহী কলা হল—
A) ত্বক
B) পেশি
C) তরুনাস্থি
D) অস্থি